নির্জনতা

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৩ জুলাই, ২০১৪, ১১:৩০:৫২ সকাল



হে নির্জন ক্ষণ

আজ মোর মন শুধু তোমার।

কেড়ে নাও স্পন্দন;

ছিড়ে নাও নবজোরা বন্ধন।

শুধু রেখে দাও ক্রন্দন;

রেখে দাও বিমর্ষ

দন্দ, বিবাদী-

আমা লাগি ।

আমি তারে সকাল-দুপুর-সাঝে

মনমন্দীর মাঝে

কবির যতন।

প্রতিবাদী ভাব,

শুধু পড়ে থাক

পথের পাশে শুষ্ক পাতার মতন।

আর যা রতন রাজি,

তুলে নাও আজি-

তোমা লাগি।

শুধু রেখে দাও ক্রন্দন;

রেখে দাও বিমর্ষ;

দন্দ, বিবাদী-

আমা লাগি ।

আমি কুসুম, কমল ফুটিয়েছি যত,

কন্টক মাল্য যেন পাই গো তত।

তাহার তরেই যেন জীবন!

খুঁজিতে নাহি চাহি কিছু আর।

হারায়ে যদি যায়

তবে হারাক মণিহার।

মোর কন্ঠ হতে যদি ছুটে যায়,

টুটে যায় নব নব রাগ।

তবে তার শূণ্য বীণারে

করিব যতন।

তার নিগুঢ় অভিমান

শুধু পড়ে থাক

নিশ্চল ছবির মতন।

স্মৃতিটুকু তার মুছে দাও

তোমা লাগি।

শুধু রেখে দাও ক্রন্দন;

রেখে দাও বিমর্ষ;

দন্দ, বিবাদী-

আমা লাগি ।

পূর্ণ জীবন হতে

যা কিছু পেয়েছি কাছে

তার যদি সব হয় ক্ষয়,

কিবা তাতে ভয়!

শূণ্য যদি করিব ভূবণ

জীবনে আর কিবা তাহে রয় !

তুমি শুধু নিয়ে নাও

আমার সুখের স্বপন।

যা হাসির মতন

জড়ায়ে রয়েছে গলে।

শুধু এ নির্জনতাটাকু আমার থাক।

তাতে রচি যত গীতি

মধুর মিলন স্মৃতি

সব কেড়ে নাও।

শূণ্য এ মনে শুধু

আরো শূণ্য ঢেলে দাও।

যেন বিফলে যায় বাসনা আমার।

আজ মোর মন শুধু তোমার।

কেড়ে নাও শত স্বপন

তোমা লাগি।

শুধু রেখে দাও ক্রন্দন;

রেখে দাও বিমর্ষ;

দন্দ, বিবাদী-

আমা লাগি ।

১৩ আষাঢ় ১৪২১

বিষয়: সাহিত্য

১০৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244333
১৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৪২
সুশীল লিখেছেন : দারুনস। ভালো লাগলো
১৩ জুলাই ২০১৪ রাত ১০:৫৯
189851
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ধন্যবাদ।
244350
১৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৭
পুস্পিতা লিখেছেন : নির্জনতার সাথে বিমর্ষতা, ক্রন্দনের কি সম্পর্ক?!
১৩ জুলাই ২০১৪ রাত ১১:০১
189852
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : অতীত স্মৃতি সবসময়িই বেদনাদায়ক। নির্জনক্ষণে একাকিত্ব আসে আর একাকিত্বের সময় অতীত স্মৃতিই একমাত্র দোসর হয়ে ধরা দেয়।
244694
১৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার কবিতাই অন্যরকম। দারুণ অভিব্যক্তি। কল্পনা যেন বাস্তবে আচড়ে পড়ে। ধন্যবাদ।
১৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩২
190205
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
249869
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৯
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । বাংলার বুকে এমন হৃদয় টান দেওয়া কবিতা লিখার মত কবি পড়ে আছে ।তা আর কেউ না জানুক ব্লগের ভাই বোনেরা কেন জানলো না ? প্রতিটি লিখায় ১০০০ কমেন্টস করলে এই কবির মর্যাদার পুরুস্কার দেওয়া শেষ হবে না ।তাই আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দুনিয়া ও আখিরাতে দান করুন ।আমিন।
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৮
199848
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : আপনি যতটা বলছেন, আসলে আমি ততটা নয়। তবে আপনার সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File