নির্জনতা
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৩ জুলাই, ২০১৪, ১১:৩০:৫২ সকাল
হে নির্জন ক্ষণ
আজ মোর মন শুধু তোমার।
কেড়ে নাও স্পন্দন;
ছিড়ে নাও নবজোরা বন্ধন।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
আমি তারে সকাল-দুপুর-সাঝে
মনমন্দীর মাঝে
কবির যতন।
প্রতিবাদী ভাব,
শুধু পড়ে থাক
পথের পাশে শুষ্ক পাতার মতন।
আর যা রতন রাজি,
তুলে নাও আজি-
তোমা লাগি।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ;
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
আমি কুসুম, কমল ফুটিয়েছি যত,
কন্টক মাল্য যেন পাই গো তত।
তাহার তরেই যেন জীবন!
খুঁজিতে নাহি চাহি কিছু আর।
হারায়ে যদি যায়
তবে হারাক মণিহার।
মোর কন্ঠ হতে যদি ছুটে যায়,
টুটে যায় নব নব রাগ।
তবে তার শূণ্য বীণারে
করিব যতন।
তার নিগুঢ় অভিমান
শুধু পড়ে থাক
নিশ্চল ছবির মতন।
স্মৃতিটুকু তার মুছে দাও
তোমা লাগি।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ;
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
পূর্ণ জীবন হতে
যা কিছু পেয়েছি কাছে
তার যদি সব হয় ক্ষয়,
কিবা তাতে ভয়!
শূণ্য যদি করিব ভূবণ
জীবনে আর কিবা তাহে রয় !
তুমি শুধু নিয়ে নাও
আমার সুখের স্বপন।
যা হাসির মতন
জড়ায়ে রয়েছে গলে।
শুধু এ নির্জনতাটাকু আমার থাক।
তাতে রচি যত গীতি
মধুর মিলন স্মৃতি
সব কেড়ে নাও।
শূণ্য এ মনে শুধু
আরো শূণ্য ঢেলে দাও।
যেন বিফলে যায় বাসনা আমার।
আজ মোর মন শুধু তোমার।
কেড়ে নাও শত স্বপন
তোমা লাগি।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ;
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
১৩ আষাঢ় ১৪২১
বিষয়: সাহিত্য
১০৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন